চট্টগ্রাম : একনেক চট্টগ্রামের মিরেসরাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলকে বন্যা থেকে সুরক্ষা দিতে এক হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে ৫টি প্রকল্পের জন্য দুই হাজার ৮০৫ কোটি টাকা দেয়া হয়েছে।
বিআরটিসির জন্য দ্বিতল বাস ও ট্রাক কিনতে প্রায় ৮শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ভারতীয় ঋণে ভারত থেকে বাস ও ট্রাক কেনা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।