গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে সার্কিট হাউজে সংবিধান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, বিশেষ অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সুশীল সমাজের নেতৃবৃন্দু এবং সরকারের উন্নয়ন সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহীগণ।সংবিধান দিবসের আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ পবিত্র সংবিধান জানতে ও মেনে চলার জন্য আহ্বান জানান। সংবিধান অনুসারে মানুষের সকল সুবিধা পাবেন। সংবিধানের নিয়ম অনুসারে বঞ্চিত ও ন্যায্য অধিকার আদায়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন ও অন্যান্যদের জানানোর জন্য বলেন।
আলোচনা সভার শেষে জীবনযাত্রায় যাত্রা পথের যাত্রীদের সচেতনতায় সরকারের উন্নয়ন সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহীগন বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থার প্রস্তাবে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করা হয়।