দুই সিএনজি টেক্সির যাত্রী বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন গতকাল রাঙামাটি শহরের ভেদভেদী বাজার নামক এলাকায় ।

রাঙামাটি প্রতিনিধি জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে যাত্রীভর্তি একটি সিএনজি টেক্সি সড়কের পাশে ধারক দেয়াল নির্মাণ কাজে ব্যবহৃত একটি মেশিনের পেছনে দাঁড় করান চালক। এমন সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সিএনজি টেক্সিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে–মুচড়ে যায় ও ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যাত্রী। ওই সময় আহত হয়েছে চালক ও অপর তিন যাত্রী। এরমধ্যে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন পরী চাকমা (৪৮) ও গুরিমিলে চাকমা (৫০)। আহতরা হলেন সিএনজি চালক পিন্টু চাকমা (২২), রিপন চাকমা (৪০), রিকন চাকমা (২৬) ও পুরি চাকমা (৪৮)। হতাহত সকলেই রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে যৌথ খামার এলাকা থেকে এক সঙ্গে রাঙামাটি শহরে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকা থেকে সিএনজি টেক্সিযোগে রাঙামাটি শহরে যাচ্ছিলেন যাত্রীরা। অন্যদিকে ঘাতক বাসটি চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে প্রবেশ করছিল। বাস চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে টেক্সিটিকে ধাক্কা দেওয়ার এই দুর্ঘটনা ঘটেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুহাম্মদ শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031