চট্টগ্রাম : নগর গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে বিপুলসংখ্যক জালনোটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাতে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-জসিম উদ্দিন ও তার স্ত্রী তসলিমা আক্তার শিল্পী।
এসময় তাদের কাছে থাকা ২লাখ ৬০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অঞ্চলের জাল নোট ব্যবসার মূল হোতা জসিম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৬০টি ১০০০ টাকার জাল নোট অর্থাৎ ২ লাখ ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ৭টি মোবাইল সেটও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘ ৭/৮ বছর ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল নোট ব্যবসা করে আসছে। চট্টগ্রাম অঞ্চলের মূল হোতা জসিম চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে জাল নোট ব্যবসা পরিচালনা করে।
গ্রেফতার দুজনই খুলশী থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় জালনোট সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।