চট্টগ্রম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ।
বুধবার সকাল আটটার দিকে এঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাসের যাত্রীরা জানায়, চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসাটি ভেল্লাপাড়া ব্রিজের কাছে আসলে একদল দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে তারা গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি। কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনে।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, দুর্বৃত্তরা হঠাৎ এসে বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ এখন ঘটনাস্থলে আছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।