গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয়দিনে ।
এতে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়াও অবরোধের সমর্থনে জয়দেবপুর ময়মনসিংহ রেল সড়কের উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামি বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা।
বুধবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কর্মসূচি পালন করেন বিএনপি। এ সময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়া শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন,”এক দফা আন্দোলন থেকে বিএনপি পিছপা হবে না। আ’লীগ যত দমনপীড়ন করুক না, যত গ্রেপ্তার করুক না কেন, যত মিথ্যা গায়েবি মামলা দেক না কেন,কেন্দ্রীয় বিএনপির ঘোষিত আন্দোলন থেকে আমাদের অংশগ্রহণে দূরে রাখতে পারবেনা। আন্দোলন চলছে, চলবেই। আমরা জনগনসহ নেতাকর্মী নিয়ে মাঠে প্রস্তুত আছি। নেতাকর্মীরা এখন আর গ্রেপ্তার ও মিথ্যা মামলায় ভয় করে না। অবরোধ কর্মসূচি সফল করতে আমরা রাজপথ ছেড়ে যাবো না”। এসময় শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরআগে, বুধবার ভোরের দিকে শ্রীপুরের মাইঝপাড়া এলাকায় রেলপথ অবরোধ করে ঝটিকা মিছিল করে জামাতে ইসলাম। এসময় ৩০-৪০ জন কর্মী সমর্থক নিয়ে কিছু সময়ের জন্য রেলপথের মধ্যে ব্যানারসহ অবস্থান করে তাঁরা। পরে সেখান পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সড়ে যান জামাত নেতাকর্মীরা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে জামাতে ইসলামি বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার নায়েবে আমীর নুরুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, “আমাদের এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুসারে যথা সময়ে ট্রেন আসছে এবং ছেড়ে যাচ্ছে”। তবে, যাত্রী সাধারণের উপস্থিত কম পরিলক্ষিত হচ্ছে বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম যায়যায়দিনকে বলেন, “মহাসড়ক ও রেলপথে বিক্ষোভ হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে আসেনি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিরোধে আমাদের টহল পুলিশ মাঠে তৎপর রয়েছে”।