আদালত কোতোয়ালী থানার একটি নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১৭৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন । গতকাল চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিন এই আদেশ দেন। এ সময় আসলাম চৌধুরীসহ ৯৪ জন কাঠগড়ায় হাজির ছিলেন। এর আগে আসামি পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শাহেদুল আজম শাকিল আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী চার্জগঠন হয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৩ মে নগরীর কাজির দেউড়ী এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ সড়কে নাশকতা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধি, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031