নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ৩ জন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সুমন নাথ (৪০)। আহতরা হলেন, মুক্তা রানী নাথ (৩৮), মেয়ে সাথী রানী (১১) ও অনিতা রানী নাথ (৭)। আহতদের নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
আজ রাত সাড়ে নয়টা দিকে এ ঘটনা ঘটে। চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, সুবর্ণচর থেকে সিএনজি চালিত অটোরিক্সায় মাইজদী আসার পথে আল আমিন বাজারের দক্ষিণে ভাঙ্গার পোল এলাকায় বিপরিত দিক থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন আহত হয়।
গুরতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হসপিটালে ৪ জনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা রানী নাথের ভগ্নি পতি সুমন নাথের মৃত্যু হয়।