বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে । এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। মঙ্গলবার (১০ অক্টোবর) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদুউল্লাহ পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শেখ মেহেদি।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রæক, রিচ টপলি, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ,মার্ক উড, ক্রিস ওকস।