আকরাম মোল্যা (৬০) নামের এক ভ্যানচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাগুরার মহম্মদপুরে।
শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের রড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আকরাম মোল্যা ওই গ্রামের মৃত হানিফ মোল্যার ছেলে।
এদিকে আহত ভ্যানচালক আকরাম মোল্যার মৃত্যুর খবর পেয়ে পালিয়েছেন মোটরসাইকেলচালক। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকরাম মোল্যা ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে মহম্মদপুর রাজারে যাচ্ছিলেন। তিনি রড়রিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন। এতে ভ্যানচালক মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।