অতিষ্ঠ নগরবাসী রাজধানীজুড়ে তীব্র যানজট। সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
যা চরম আকার ধারণ করে দুপুর ১২টার পর থেকে। রাজধানীর রামপুরা, কাকরাইল, বাড্ডা লিংক রোড, বনানী, মহাখালীসহ বিভিন্ন সড়কের প্রতিটি পয়েন্টে ছিল তীব্র যানজট।
গাড়ির সারিও ছিল দীর্ঘ। এতে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন অফিসগামীদের ভোগান্তি ছিল উল্লেখযোগ্য।
ভুক্তভোগীরা বলছেন, সোমবার সকাল থেকেই যানজট ছিল। তবে সকাল সোয়া ১০টার পর থেকে এ জট আরও দীর্ঘ হতে থাকে। যা বিকেল পৌনে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল।
সকাল থেকে বাড্ডা-নতুন বাজার সড়ক এবং হাতিরঝিল এলাকার প্রতিটি রাস্তাই তীব্র যানজট দেখতে পাওয়া গেছে। কুড়িল বিশ্ব রোড থেকে নতুন বাজার, নর্দা হয়ে বাড্ডা পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল প্রায় স্থবির হয়ে যায়।
একই অবস্থা রামপুরা রোডেরও। দীর্ঘক্ষণ গাড়ি থেমে থাকতে দেখা যায়। শাহবাগ মোড়ে তো গাড়িই চলছে না। রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার পর্যন্ত আসতেই সময় লেগেছে এক ঘণ্টা ১০ মিনিট।
শুধু এ সড়কেই নয়, মিরপুর ১, ২, ১০ নম্বর কালশী এলাকাতেও গাড়ি চলছে ধীরগতিতে