গৃহযুদ্ধে দেশটিতে এ পর্যন্ত ৬,৬০০ লোক নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী ইডেনের একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে সোমবার আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে। মেডিক্যাল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, উত্তর ইডেনের নতুন রিক্রুটদের সমাবেশে হামলাকারী তার গাড়ি চালিয়ে দেন। এতে অন্তত ৬০ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
এই নগরীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অবস্থান করছে। কয়েক দিন ধরে এখানে বোমা হামলা ও গুলিবর্ষণ হচ্ছে।
হামলাকারীরা প্রায়ই নিজেদের আল কায়েদা কিংবা দায়েসের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে। তবে সোমবারের হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ স্বীকার করেনি।
চলতি মাসের প্রথম দিকে সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থক ইয়েমেনি সরকারি বাহিনী আবিয়ানের প্রাদেশিক রাজধানী জিনজিবারে প্রবেশ করে।
গত বছরের মার্চে এই জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। তারা ইডেন এবং দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।