আগামীকাল বৃহস্পতিবার ক্রিকেটের সবচাইতে বড় বিশ্ব আসর বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াচ্ছে। তবে একই স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের কথা থাকলেও সেটা এখন আর থাকছে না। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। একটি কাপের জন্য দশ দলের এই লড়াই শেষ হবে আগামী ১৯ নভেম্বর। দশটি দল এবারের বিশ্বকাপে সরাসরি এক অপরের মোকাবেলা করবে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার সবার উপরের চারটি দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল।

আর ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারতের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ম্যাচ গুলো। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশ মাঠে নামবে আগামী ৭ অক্টোবর। হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। এরপর আগামী ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচটিও খেলবে বাংলাদেশ সেই ভেন্যুতে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু গতকাল আইসিসির দেওয়া সূচিতে দেখা যায় আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দল অনুশীলন করবে। পাশাপাশি দশ দলের অধিনায়ক কথা বলবেন সংবাদমাধ্যমের সঙ্গে। এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেবল ১০ দলের অধিনায়ককেই পরিচয় করিয়ে দেওয়া হবে। তবে থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠানের পরিবর্তে আগামী ১৪ অক্টোবর ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগে থাকবে বর্ণিল অনুষ্ঠান।

এর আগে অবশ্য এক লাখ ৩৪ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে নানা পদক্ষেপের কথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে ভারতের শীর্ষ সংগীত শিল্পীদের অংশ গ্রহণের কথা ছিল। আর সে সব শিল্পীদের মধ্যে ছিলেন কিংবদন্তী আশা ভোসলে, অরজিত সিং এবং শ্রেয়া ঘোষাল। ভারতের সেরা সুরকার শংকর মহাদেবনেরও মঞ্চে পারফর্ম করার কথাও ছিল। এছাড়া পারফর্ম করাদের তালিকায় ছিলেন বরুন ধাওয়ান, রনবীর সিং এবং দক্ষিনের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়াও। উদ্বোধনী অনুষ্ঠানে রাখার কথা ছিল ভারত এবং গুজরাটের সংস্কৃতির উপর একটি বিশেষ অনুষ্ঠান। শেষ পর্যস্ত সে সব আর হচ্ছে না। আগামীকাল সরাসরি মাঠের লড়াইয়ে নেমে পড়বে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031