খোরশীদা আক্তার (৩৪) নামের এক নারীকে প্রথমে মাদক ব্যবসার প্রস্তাব দেওয়া হয় চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় । প্রস্তাবে রাজি না হওয়ায় পরে ওই নারীর ৩ বছরের শিশু কন্যা আয়শা সিদ্দিকাকে অপহরণ করা হয়। গত শুক্রবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চাঁদগাও থানা মামলা দায়ের ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারায়গঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মহজমপুর লাদুরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আনোয়ার হোসেন (৪৫)কে গ্রেফতার সহ শিশু আয়শা সিদ্দিকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খোরশীদা আক্তার চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকার শফি হাজীর বাড়ীর রাসু কলোনীতে ২ মেয়ে নিয়ে বসবাস করছেন। তার স্বামী মো. ফারুক (৪৫) বর্তমানে জেল খানায় আটক আছে। সেখানেই ফারুকের সাথে পরিচয় হয় আনোয়ার হোসেনের।

পরে আনোয়ার জামিনে মুক্তি পেয়ে গত ২৯ সেপ্টেম্বর খোরশীদা আক্তারের সাথে দেখা করে মাদক ব্যবসার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি হয়নি। পরে আনোয়ার চকলেট কিনে দিবে বলে শিশু আয়শাকে অপহরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

রোববার (১ অক্টোবর) দুপুরে চান্দগাঁও থানার ওসি মো. খাইরুল ইসলাম বলেন, ঘটনার পর আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নারায়গঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মহজমপুর লাদুরচর এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ারকে গ্রেফতার করা সহ শিশুটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকের আরও মামলা রয়েছে তিনি বলেন, ।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031