মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, নুরুল হক সজিব ওরফে রাজীব (৩৩), মো. মহিউদ্দিন বেল্লাল ওরফে বেলাল (৪২) ও মো. রায়হান (২৮)। ভুক্তভোগী মো. রুহুল আমিন (৬০) রেলওয়ের কর্মচারী ছিলেন।
রোববার (১ অক্টোবর) দুপুরে মহানগর ডিবির বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন বলেন, ভুক্তভোগী মো. রুহুল আমিন (৬০) রেলওয়ের কর্মচারী ছিলেন। এক বছর আগে তিনি চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তার পেনশনের টাকা ইসলামী ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখায় গচ্ছিত ছিল।
সম্প্রতি তিনি টাকাগুলো সোনালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় রাখার মনস্থির করেন। পরিকল্পনা মোতাবেক গত ১৮ সেপ্টেম্বর তিনি ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা থেকে ১৪ লাখ ৯৬ হাজার টাকা তোলেন। এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। টাকা উত্তোলনের পর তিনি গাড়িতে ওঠার জন্য অলংকার মোড় যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে একটি অটোরিকশাযোগে ছিনতাইকারীরা এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার ডিবিকে দেওয়া হয়। ছিনতাই হওয়া ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রায় ৪০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।