অজ্ঞাত নারীর মৃত্যু মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, সকালে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।