যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকে থাকা আরও পাঁচজন ।এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় । এসময় মহাসড়কের এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে।
শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার দাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু নোমান।
নিহতরা হলেন- কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫) এবং আহতরা হলেন-একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জবেদা (৪৫) ও খুকি বেগম (৪৭)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকার বি,কে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
এসময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।