দুই কলেজ ছাত্র নিহত হয়েছেমোটর-সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকিজুল মুন্সী (২২) ও অনিক বাড়ৈ (২১) নামে গোপালগঞ্জে । আহত হয়েছে তাদের সাথে থাকা এক মেয়ে (২১)। সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ।
মোটর-সাইকেলে করে নিহত আকিজুল মুন্সীসহ তিনজন গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের বাড়ী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় যাচ্ছিল গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, ।
এসময় লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আকিজুল মুন্সী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে অনিক বাড়ৈ’র মৃত্যু হয় বলে শুনেছেন। নিহত আকিজুল মুন্সী’র বাড়ি মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামে ও অনিক বাড়ৈ’র বাড়ি একই উপজেলার শোলাবাড়িয়া গ্রাম। এছাড়া গুরুতর আহত মেয়ের অবস্থা আশংকাজনক এবং তার পরিচয় জানা যায়নি।