দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন । ১৯৭১ aসালের পরাজিত শক্তি এবং তাদের আন্তর্জাতিক মুরব্বীরা আবারো মাঠে নেমেছে। এই অবস্থায় দ্বিধাহীন চিন্তে বলতে চাই–আগামী দ্বাদশ জাতীয় সংসদ যেকোনভাবে বাধাগ্রস্ত হলে সেজন্য দায়ী দেশীয় ও আন্তর্জাতিক শক্তির তাবেদারদের বিতাড়িত করা হবে।

তিনি গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে পাঁচলাইশ থানা আওয়ামী লীগ আয়োজিত মুরাদপুর চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নীলনকশা নস্যাৎ করার জন্য নৌকার বিজয় নিশ্চিত করার জন্য এখন থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানান দিতে হবে–৭১ এর মতো আরেকটি বিজয় অর্জিত না হলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব মুছে যাবে। মহানগর কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে রফিউল হায়দার রফি ও এস.এম. বাবলুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মসিউর রহমান চৌধুরী, মো. হোসেন, শহীদুল আলম, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, দেবাশীষ নাথ দেবু, নুরুল আনোয়ার, আনোয়ার হোসেন বাপ্পী, সাখাওয়াত হোসেন সাকু, শেখ সরওয়ার্দী, এম.এ রহিম, কাউন্সিলর মোর্শেদুল আলম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসী, সাখাওয়াত হোসেন স্বপন, ওহিদুল আলম শিমুল। সভামঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, রেজাউল করিম কায়সার, এস.এম. হাসেম, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আতিকুর রহমান আতিক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031