ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হুমায়ূন আজাদ ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ড. হুমায়ুন আজাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা আজ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি মো: সাজ্জাদ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ কবির, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, কমিউনিকেশন ডিজঅর্ডার্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা, ৭১ টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক ড. হুমায়ুন আজাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি অত্যন্ত সংবেদনশীল ও অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি বলতেন জামায়াত-শিবির চক্র একদিন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এখন সে আলামত দেখা যাচ্ছে।
অধ্যাপক হুমায়ূন আজাদ ¯পষ্টভাষী ছিলেন উল্লেখ করে উপাচার্য বলেন, অপ্রিয় হলেও তিনি সত্য কথাটি বলতেন। জীবদ্দশায় তিনি ৮০টি বই লিখে গেছেন। এসব কর্মের মাঝেই তিনি বেঁচে থাকবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।