সরকার বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে । সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একটি নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মোস্তাফা জব্বার বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031