আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ নারায়ণগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কড়া সমালোচনা করেছেন । তিনি বলেছেন, খালেদা জিয়া বারবার জঙ্গিদের পক্ষে অবস্থান নেন। নারায়ণগঞ্জ অভিযানের সমালোচনা করে তিনি আবার প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের নেত্রী।
সোমবার বিকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ।
গত শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আর্টিজান বেকারিসহ সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় মূল হোতা হিসেবে পুলিশের কাছে চিহ্নিত তামিম চৌধুরী ও তার দুই সহযোগী নিহত হন। পুলিশ জানায়, ওই তিনজনকে আত্মসমর্পণ করার প্রস্তাব দেয়া হলেও তারা তা গ্রহণ করেনি। উল্টো পুলিশের ওপর হামলা করেছেন। পরে পাল্টা হামলায় প্রাণ হারান তারা।
ওই রাতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক অনুষ্ঠানে এই অভিযানকে সাজানো নাটক বলে অভিযোগ করেন। কেন জঙ্গিদের না ধরে হত্যা করা হচ্ছে সে প্রশ্নও তোলেন তিনি।
খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘জঙ্গিদের যারা চালাচ্ছে, তারা যে ভাবাদর্শ ও মতাদর্শে বিশ্বাস করে, তার নেত্রী হলেন বেগম খালেদা জিয়া।’
খালেদা জিয়ার পর বিএনপির নেতা আ স ম হান্নান শাহও রাজধানীতে এক আলোচনায় পাইকপাড়া অভিযান নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর অভিযানে নিহতরাও প্রকৃত জঙ্গি কি না, সে প্রশ্ন তুলেছিলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘তিনি (বেগম জিয়া) বলেছেন, সরকার আসল লোকদের ধরতে পারেনি। এ জন্য অনেকেই বলছেন আসল লোকই তো বেগম খালেদা জিয়া। সরকার অবশ্যই তাকে ধরতে পারেনি।’