দুর্নীতি দমন কমিশন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে অনিয়ম, দুর্নীতি, হয়রানির বিষয়ে আগামীকাল গণশুনানি করবে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর এলজিইডি মিলনায়তনে দুদক ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাসপোর্ট অফিসের হয়রানিসংক্রান্ত এবারের গণশুনানিতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুই কমিশনার এবং পাসপোর্ট অফিস ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাসপোর্ট ইস্যু, সংশোধন, নবায়ন, সরবরাহ, বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ বৃদ্ধি, শরণার্থীদের আইডি কার্ড ইস্যু, অ্যারাইভাল ভিসা ইস্যুর ক্ষেত্রে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দুর্নীতি, হয়রানি বা অন্য কোনো ধরনের ভোগান্তির বিষয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ তুলে ধরতে পারবেন।

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সেবা খাতের দুর্নীতির ওপর ধারাবাহিক গণশুনানির অংশ মঙ্গলবারের গণশুনানি। ২০১৪ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর প্রথম ময়মনসিংহের মুক্তাগাছায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031