পরীমনি ঈদে আসছেন। কলকাতা, কক্সবাজার, সাভার, এফডিসি শেষে ফ্যান্টাসি কিংডমে গিয়ে শেষ হলো তার অভিনীত ‘রক্ত’ ছবির কাজ। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। বাংলাদেশ ও ভারত- এ দু’দেশে একই সঙ্গে ছবিটি ঈদে মুক্তি পাবে বলে মানবজমিনকে জানিয়েছেন জাজের কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, এর আগে ‘শিকারি’ ছবিটি দু’দেশে আগে পরে মুক্তি দিলেও এবার আমরা ভিন্ন পরিকল্পনা করছি। এবারের ঈদে দু’দেশে একই সময়ে ‘রক্ত’ ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। সেভাবেই আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। বিগ বাজেটের এ ছবিটি এবারের ঈদে দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এদিকে গতকাল রাজধানীর ফ্যান্টাসি কিংডমে এ ছবির শেষ অংশের কাজ করেন পরী। ‘রক্ত’ ছবিতে কাজের মধ্য দিয়ে অ্যাকশন-কন্যা হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করছেন এই অভিনেত্রী। ছবিতে তার চরিত্রের নাম মনি। পরীমনি বলেন, এই ছবির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাকে অ্যাকশন এক লেডির ভূমিকায় দর্শক অভিনয় করতে দেখবেন। এর আগে এ ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি। এরই মধ্যে প্রকাশিত টিজার ও গানের বেশ প্রশংসা পেয়েছি। ছবিটি নিয়ে সবার আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। আশা করি, এ ছবিটি দর্শক ঈদে বেশ ভালোভাবে উপভোগ করবেন। এ ছবিতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত রোশান। একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। রোশান বলেন, এই ছবিতে কাজ করতে গিয়ে পদে পদে নতুন অভিজ্ঞতা হয়েছে। আমার জন্য এই ছবিটি অগ্নিপরীক্ষা। এরই মধ্যে ছবির শুটিং শেষে ডাবিং শেষ করলাম। আশা করি পরীমনি ও আমার এ ছবিটি ঈদে দর্শক পছন্দ করবেন। এ ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, সুব্রত, অমিত হাসান প্রমুখ। এদিকে ‘রক্ত’ ছবি ছাড়াও এবারের ঈদে পরীমনির আরো দুটি ছবি পুরোপুরি তৈরি আছে। ছবি দুটি হচ্ছে শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ এবং ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’। তবে ঈদের আগে অনেক ছবি মুক্তি দেয়ার কথা থাকলেও শেষমেশ পিছিয়ে যায় কিছু ছবি। তবে অন্য ছবি দুটি না এলেও এবারের ঈদে দর্শকের জন্য ‘রক্ত’ নিয়ে হাজির হবেন পরীমনি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031