সিস্টেম অনুযায়ী দেশ চলবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন। সংবিধান সামনে রেখে সাংবিধানিক বিধিমালার ওপরই আমরা আগামী নির্বাচন করবো। বিদেশিদের অনেক গ্যাপ ছিল। তারাও বুঝতে পারছেন সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করা কঠিন। আমি আশ্বস্ত করতে চাই, সঠিক সময়ে নির্বাচন হবে। অসাংবিধানিক কথা বলে কোনো লাভ হবে না। গতকাল সন্ধ্যায় বিজিএমইএর মাহবুব আলী মিলনায়তনে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের। ডায়ানামিকস অব অনগোয়িং ক্রাইসিস ইন চট্টগ্রাম হিল ট্রাক্টস অ্যান্ড ওয়েস ফরওয়ার্ড শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন সিসিআরএসবিডি সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হবে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা আন্দোলন করেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। গণতন্ত্রের সংজ্ঞা শুধু ভোটের দিন ভোট দেওয়া নয়। এটা অনেক ব্যাপক। আজ যে টকশো, সভায় আপনারা এটা ওটা বলছেন এটাও গণতন্ত্রের অংশ। বিশ্বের অনেক দেশে সেন্সর হয়। ফেসবুক বলেন, ইউটিউব বলেন অনেক কিছু সেন্সর হয়। আমাদের দেশে তো অবাধ প্রচুর স্বাধীনতা।’ তিনি বলেন, ‘বিএনপির উদ্দেশে প্রশ্ন করতে চাই, আপনারা কি ভূমি নিয়ে কোনোদিন চিন্তা করেছিলেন? স্মার্ট মিনিস্ট্রি করে ফেলেছি আমরা। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন, স্মার্ট সিটি করছি আমরা। কিছু দিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আমি ডেভেলপ করেছি। প্রশ্ন করে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তর পাবেন। চাটগাঁর ভাষা সেখানে অ্যাড অন করেছি। এ কাজগুলো আমরা করছি মানুষের জন্য। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আরেকবার ক্ষমতায় এলে আমরা আরও অনেক বেশি কাজ করবো। থার্ড টার্মিনাল করছি– এটা তো ল্যান্ডমার্ক। স্মার্ট এয়ারপোর্ট হচ্ছে। পদ্মা সেতু আমরা করে দেখিয়েছি। কিছুদিন আগে একজন ফেসবুকে লিখেছে– সে বিএনপি করলেও পদ্মা সেতুর কারণে যাতায়াত সহজ হয়েছে। তাই আওয়ামী লীগকে ভোট দেবেন।

সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহফুজ পারভেজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির আইন বিভাগের ডিন ড. আবদুল্লাহ ফারুক। প্যানেল আলোচক ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শোভারানী ত্রিপুরা, চবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, খাগড়াছড়ি মং সার্কেলের চিফের পরিবারের সদস্য রাজকুমার টুইন ইনপ্রু মারমা, এফবিসিসিআইর পরিচালক ডা. মুনাল মাহবুব, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব) মো. এমদাদুল ইসলাম প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031