নগরীর লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধস ঘটলে এ সময় লালখান বাজার থেকে টাইগারপাসগামী সড়কে চলাচলরত একটি মাইক্রোবাসে মাটি আছড়ে পড়ে টানা বৃষ্টিতে । ফলে সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।
স্থানীয়রা জানান, লালখান বাজার থেকে টাইগার পাস মোড় পর্যন্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলছে। এ কাজে কয়েক মাস আগে পাহাড় কেটে সড়ক প্রশস্ত করা হয়। রাতভর বৃষ্টিতে পাহাড় ধসে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাটি চাপায় আটকে থাকা মাইক্রোবাসটিও উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।
বেঁচে যাওয়া মাইক্রোবাস চালক জীবন বলেন, “সকালে গাড়ি নিয়ে যাওয়ার পথে হঠাৎ পাহাড় ভেঙে মাটি আছড়ে পড়ে গাড়ির উপর। আমি কোনোমতে প্রাণে রক্ষা পাই।”
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দু’টি উদ্ধারকারী দল। তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”