আজ চট্টগ্রামে এসে পৌঁছাবে ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ চারদিনের শুভেছা সফরে । এটি দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর মধ্যে চলমান সমুদ্র সংক্রান্ত বিনিময়ের অংশ। ভারতের জাহাজ ‘বিসওয়ান্ত’ এবং ‘আনমল’- বর্তমানে বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডে শুভেছা সফরের উদ্দেশ্যে যাত্রা পথে রয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ দুইটির সফরকালে- উভয় দেশের কর্মকর্তা ও নাবিকরা পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। পাশাপাশি, তারা যৌথ ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশের বেশকিছু স্কুলের ছাত্র-ছাত্রীরা ভারতীয় জাহাজ দুইটি পরিদর্শনের সুযোগ পাবেন। ভারতের গোয়া শিপইয়ার্ড- এ তৈরি ‘বিসওয়ান্ত’ মূলত গভীর সমুদ্রের টহল জাহাজ। এটি প্রতিকুল সামুদ্রিক আবহাওয়ায় দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাওয়ার উপযোগী একটি জাহাজ। এই জাহাজটিতে যেমন হেলিকপ্টার ওঠানামার সুযোগ রয়েছে, তেমনি এর সাথে একটি হেলিকপ্টারও রয়েছে। ভারতের কোচিন শিপইয়ার্ডে তৈরি ‘আনমল’ একটি দ্রুতগামি টহল জাহাজ। এটি তুলনামূলকভাবে আকারে কিছুটা ছোট হলেও উপকূলীয় এলাকায় দ্রুততার সাথে নিরাপত্তা অভিযান চালাতে সক্ষম। ভারতীয় কোস্টগার্ডের জাহাজের শুভেছা সফরের ফলে প্রতিবেশি দুইটি দেশের দুইটি বাহনীর মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |