জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট ডিসি পার্ক পরিদর্শনে আসেন ।বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকাল ৫টায় এই পার্কটি পরিদর্শনে এসে মুগ্ধ হয়েছেন তিনি ।
এখানে এসে সাগর উপকূলীয় মনোরম পরিবেশে বেদখল হয়ে যাওয়া সুবিশাল জায়গা উদ্ধার করে একটি মনোমুগ্ধকর বিনোদনমূলক পার্ক তৈরী করায় তিনি জেলা প্রশাসকের এই উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমসহ অনেকে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ফৌজদারহাট ডিসি পার্ক পরিদর্শন শেষে তিনি নিজ হাতে একটি জারুল গাছ রোপন করেন। তিনি বলেন চট্টগ্রামের ডিসির মতো এ ধরণের অনন্য উদ্দ্যোগ নিতে সব জেলার ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।