একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে মাদক কারবারি আটকের সময় বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে কক্সবাজারের টেকনাফে । এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রফিক (৫১)। তিনি ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/১৩ এর সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা লেদার ফরেস্ট বিট এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়। স্থানীয়রা জড়ো হয়ে ওই মাদক কারবারিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা ওই স্থান থেকে আটক ব্যক্তিকে নিয়ে লেদা ভিওপির দিকে যায়। লেদা বাজার এলাকায় আবারো স্থানীয়রা জড়ো হয়ে বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিজিবির এক সদস্য আহত হন। পরে স্থানীয়দের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় হতাহতের ব্যাপারে এখনো জানা যায়নি।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031