বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণ সব ধরণের প্রস্তুতি নিয়েও অবশেষে পিছু হঠলো । ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগ আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার কথা ছিলো জামায়াতের। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ার তারা সমাবেশ পিছিয়ে দিয়েছে।
আগামী ৪ঠা আগস্ট শুক্রবার রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে জামায়াত। ওইদিন বেলা ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমীর নুরুল ইসলাম বুলবুল।
উল্লেখ্য, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমীরে জামায়াতসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১লা আগস্ট বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াত।
জানা যায়, পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ মঙ্গলবার কর্মসূচি করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওইদিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।
কিন্তু জামায়াতে ইসলামীকে ১ আগস্ট সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি বলে গতকাল সোমবার বিকেলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।
তিনি বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।এ সময় সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।