সিলেটের গোয়াইনঘাটের খাসিয়া পুজ্ঞিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওসিসহ সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় স্টালিন স্টারিয়াং (৩২) নামে এক খাসিয়া অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল, বন্দুকসহ চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
আটক স্টালিন গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার জহিলং কংওয়ানের ছেলে। রোববার দিনগত সাড়ে ৩টার সময় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পার্শ্ববর্তী সংগ্রামপুঞ্জির জমিদার নেরেলা থেনসংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঢাকাটাইমসকে জানান, অভিযানকালে দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালায়। এতে আমিসহ সাত জন আহত হই। আহত অন্য পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন- এসআই রাজিব, এসআই জামাল, এসআই নুরে আলম, এসআই আশরাফ, কনস্টেবল হিমেল ও কনস্টেবল নিজাম।
সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে সংগ্রামপুঞ্জির নেরেলা থেনসংয়ের বাড়িতে অভিযান চালানো হলে বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়া এসময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।
পরে স্টালিনকে অস্ত্রসহ আটক করা হলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।