চট্টগ্রাম : রোববার বিকালে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী চট্টগ্রামের চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকায় ।নিহত সাজ্জাদ (২৫) বোয়ালখালী উপজেলার খরনদ্বীপের ফরিদুল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, বিকাল ৫টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন সাজ্জাদ। পেছন থেকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।