এক পাকিস্তানী যুবকের জন্য নিজ দেশ ভারত ছেড়ে অঞ্জু চলে এলেন পাকিস্তান।অবশেষে প্রেমের জয় হলো। শুধু নিজ দেশ থেকে চলে এসেছেন তাই নয়, পরিবর্তন করেছেন ধর্ম। বদলে ফেলেছেন নিজের নাম। ইসলাম ধর্মগ্রহণ করে নাম রেখেছেন ফাতিমা। ফাতিমা নাম এই জন্যই তিনি প্রছন্দ করেছেন যে ফাতিমা হলো মুসলিমদের নবী মোহাম্মদ (স.) এর কন্যা।

ধর্ম পরিবর্তন করে পাকিস্তানের নাসরুল্লাকে বিয়ে করার পর ভারতীয় অঞ্জুকে এবার থাকার জন্য জমি ও জীবিকা নির্বাহের জন্য চাকরি দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে থাকার জন্য অঞ্জুকে একটি জমি দান করেছেন সেখানকার এক বড় ব্যবসায়ী। শুধু তাই-ই নয়, পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজের সিইও মহসিন খান আব্বাসি নাসরুল্লার বাড়ি গিয়ে অঞ্জুকে তার প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাবপত্রও দিয়ে এসেছেন।

আব্বাসি সংবাদমাধ্যমে দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানের বোর্ড সদস্যরা অঞ্জুকে একটি জমি দান করেছে। শুধু তাই-ই নয়, পাকিস্তানে অঞ্জুর নথিপত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ হলেই তাকে ওই প্রতিষ্ঠানে চাকরি দেয়া হবে।

আব্বাসি আরো জানিয়েছেন, অঞ্জুকে ২৭২ বর্গফুট জমি, ৫০ হাজার পাকিস্তানি রুপিসহ বেশ কিছু উপহার দেয়া হয়েছে। পাকিস্তানে অঞ্জুকে স্বাগত জানাতেই এমন আয়োজন করা হয়েছে।

পাখতুনখোয়ার অন্য ব্যবসায়ীদেরও আব্বাসি আহ্বান জানিয়েছেন, তারা যেন অঞ্জুকে সাহায্য করতে এগিয়ে আসে। তার কথায়, ‘অঞ্জুর যেন কোনোভাবেই মনে না হয় যে এটি তার বাড়ি নয়। তাই তাকে খুশি রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে।’

অঞ্জুর প্রেমিক নাসরুল্লা স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন, ভিসার মেয়াদ শেষ হতেই অঞ্জু ভারতে ফিরে যাবেন। সেখান থেকে সন্তানদের নিয়ে আবার পাকিস্তানে ফিরবেন।

নাসরুল্লা আরো দাবি করেছেন, অঞ্জুকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়ার জন্য আবেদন করা হয়েছে।

খুব শিগগিরই তা মঞ্জুর হবে বলে জানিয়েছেন নাসরুল্লা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031