পবিত্র আশুরা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও পালিত হয়েছে । ১০ মহররম মুসলিম উম্মাহর কাছে তাৎপর্যপূর্ণ দিন।
এই দিনে নফল ইবাদত ও দোয়া করেন মুসলমানরা। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল করেছে শিয়া সমপ্রদায়ের সদস্যরা। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ মুসলিম সমপ্রদায় পবিত্র আশুরা হিসেবে পালন করে থাকে। কারবালার প্রান্তে শহীদ হওয়া ইমাম হোসেনের স্মরণে এই দিনে শোক শোভাযাত্রা বা তাজিয়া মিছিল করে শিয়া সমপ্রদায়।
আশুরা উপলক্ষে সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শোক মিছিল বের করা হয়। স্লোগানে স্লোগানে শোকাবহ কারবালার নির্মমতার করুণ আবহ ফুটিয়ে তোলা হয়।
মিছিলটি মহানগরীর নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে পুনরায় সদরঘাট ইমামবাড়ায় এসে শেষ হয়। এছাড়া কারবালার শোকাবহ ঘটনার স্মরণে এদিন নফল রোজা ও ইবাদত বন্দেগী করেন মুসলমানরা।