তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহতায়ালার দরবারে শোকরিয়া আদায় করছি ডা. আফছারুল আমীনের আসনে উপনির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নির্বাচিত ঘোষণা করার পর । এরপর আমি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমার মতো তৃণমূলের একজন কর্মীকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে আমাকে জয়ী করেছেন। আমি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি আমার সংসদীয় এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এই সংসদীয় আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।
গতকাল রোববার রাতে এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি শপথ নেয়ার পর যতদিন কাজ করার সুযোগ পাবো–ততদিন এই এলাকার মানুষের পাশে থাকবো। তাদের খবর রাখবো। যে কোনও বিপদে পাশে দাঁড়াবো। একজন জনপ্রতিনিধির কাজ হলো জনগণের পাশে থাকা, তাদের সুখ–দুঃখের সাথী হওয়া।