সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সেলিম (৪৫)এক রোহিঙ্গা নিহত হয়েছে নামে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে । শনিবার রাত ১০টার দিকে উখিয়া টিভি রিলে কেন্দ্র সংলগ্ন ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।
গতকাল রোববার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে উক্ত আশ্রয় ক্যাম্প থেকে ৮ –১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সেলিমকে তুলে নিয়ে যায়। পরে কুতুপালং ২নং ক্যাম্পে বেশ কয়েক রাউন্ড গুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।