চট্টগ্রাম : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে নগরীর খুলশী থানাধীন সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে ।রোববার(২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এই সংষর্ঘ চলছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সিটিজি নিউজ ডটকমকে জানান,পলিটেকনিকে সংঘর্ষের খবর শুনে পুলিশ পাঠিয়েছি। দীর্ঘদিন জেলে থাকার পর পলিটেকনিক ছাত্রলীগ নেতা মনির ও একই গ্রুপের আরেক নেতা আশরাফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনাস্থ থেকে খুলশী থানার উপ- পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান,সকাল সাড়ে ১০ টা থেকে থেমে থেমে ছাত্রলীগের সংঘর্ষ চলে। এতে মনিরের পক্ষের দুই-তিন জন এবং আশরাফের পক্ষের দুই-তিন জন মিলে ৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে এক জনের মাথায় আঘাত লাগে। বাকিরা সামান্য আহত হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান,পুলিশের দুটি টিম ও অতিরিক্ত পুলিশসহ মোট ২৫ জন পুলিশ সদস্য ক্যাম্পাসে রয়েছে। ছাত্রলীগ ক্যাডার মহিউদ্দিন আসার পর তাদের মধ্যে মীমাংসা করার পর ছাত্রলীগের নেতারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছেও বলে জানান তিনি।
সজল/এএম