অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীবাহী বাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘনা ঘটেনি।
শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ডে বিকাশ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী চালক বলেন, খালি বাসটি ইউটার্ন নিয়ে ঢাকামুখী রওনা হওয়ার সময় দেখি অর্ধশতাধিক লোকজন হাতে লাঠি নিয়ে এগিয়ে আসছে। আমাদের সামনে থাকা পলাশ পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে তারা। তখন চেষ্টা করেও বাসটি ঘুরাতে পারিনি। পরে আমাদের বাসেও ভাঙচুর চালায় এবং আমাকে মারধর করে। ভয়ে নেমে দৌড় দিই। পরে ঘুরে এসে দেখি বাসটি পুড়িয়ে দিছে। তারা কোনো স্লোগান দেয়নি।
ভুক্তভোগী হেলপার লাল শাহ বলেন, আমাদের মেরে বাস থেকে নামিয়ে দেয়। তারপর সাদা কী যেন একটা প্যাকেট গাড়িতে দিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ হাজরি হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরছি বিএনপির একটি দল সড়কে উঠে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।