রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওয়া হয়েছেন। রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে সকাল ১০টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলি, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক এবং সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তিনি ৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।- বাসস