চোপড়া বেশ তৎপর ইদানিং বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী শার্লিন । তিনি অভিযোগ করেছেন যে বলিউডের অনেক অভিনেত্রী টাকার বিনিময়ে শয্যাসঙ্গিনী হয়েছেন। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেক অভিনেত্রী। তবে চোপড়া তার বক্তব্যে অনড় রয়েছে। অন্য অভিনেত্রীরা বলছেন শার্লিন চোপড়া শয্যাসঙ্গিনী হয়েছেন। তাই তিনি অন্যদের নিজের সঙ্গে তুলনা করেছেন।
ক্যারিয়ারে বিভিন্ন সময় খোলামেলা দৃশ্য অভিনয় করে আলোচনার সৃষ্টি করেছিলেন তিনি।বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া। ক্যারিয়ারে বিভিন্ন সময় খোলামেলা দৃশ্য অভিনয় করে আলোচনার সৃষ্টি করেছিলেন তিনি।
তবে সম্প্রতি এই অভিনেত্রীর দেওয়া এক সাক্ষাৎকার ফের বিতর্কের সৃষ্টি করেছে। এক রাজনীতিবিদের ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল জানিয়ে শার্লিন বলেন, ‘টাকার জন্য আমি অনেকের শয্যাসঙ্গিনী হয়েছি। তবে এখন আর পয়সার বিনিময়ে কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হই না।’
শার্লিনের এমন মন্তব্য বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীকে বয়কটের ডাকও আসে। এরপর শার্লিন বলেন, তিনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে।
অভিনেত্রীর কথায়, যখনই ভালবাসার প্রসঙ্গ উঠে আসে ঠিক তখনই প্রাক্তনের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে পড়ে, শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই তার প্রেমিক তাকে দামি উপহার দিতেন।
শার্লিন জানান, ওই প্রেমিক ছিলেন এক বড় রাজনীতিবিদের ছেলে। এখন তিনিও রাজনীতিবিদই হয়েছেন। তাদের সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না। ছিল শুধু দামি গিফট, আর উপহারের পরিবর্তে শারীরিক সম্পর্ক।
এখানেই থামেননি শার্লিন। তার অভিযোগ, ছবিতে নেওয়ার নামে পরিচালকরা বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়েছেন। বিভিন্ন সময় আপত্তিকর ভঙ্গিতে তার শরীরে স্পর্শ করার চেষ্টা করেছেন।
বলিউডে কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। অতীতে বহু তারকা তাদের জীবনের বিব্রতকর ঘটনা সামনে এনেছেন। শার্লিনও সে পথেই হাঁটলেন। যদিও সেই পরিচালক বা রাজনীতিবিদের ছেলের নাম তিনি বলেননি।
তবে সম্প্রতি এই অভিনেত্রীর দেওয়া এক সাক্ষাৎকার ফের বিতর্কের সৃষ্টি করেছে। এক রাজনীতিবিদের ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল জানিয়ে শার্লিন বলেন, ‘টাকার জন্য আমি অনেকের শয্যাসঙ্গিনী হয়েছি। তবে এখন আর পয়সার বিনিময়ে কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হই না।’