অবশেষে মহাসমাবেশ করার সুযোগ পেয়েছে নানা নাটকীয়তার পর রাজধানীর নয়া পল্টনে । এতে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। তাই বৃহস্পতিবার রাত থেকে পল্টনে আসতে থাকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০ টার ঢাকা নামে তাদের।

জানা যায়, সরকার পতনের একদফার আন্দোলনকে তরান্বিত করতে আজ (শুক্রবার) ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এতে ঘোষণা দেয়া হবে দলটির চলমান আন্দোলনের নতুন কর্মসূচি। এ মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই ছুটছে আসছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় যতই যাচ্ছে জন সমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ‍বৃহস্পতিবার রাত থেকেই নয়া পল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশের নেতাকর্মীরা অংশ নেবেন এ মহাসমাবেশ। গতকাল থেকেই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়া পল্টনে শো ডাউন ও মিছিল করছেন। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর নয়া পল্টন।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031