পার্লামেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে উত্তাল। অশান্ত ভারতের মণিপুর রাজ্য।  এর মধ্যেই বিরোধীদলগুলোর জোট ‘ইন্ডিয়ার’ পক্ষ থেকে কংগ্রেস অনাস্থা প্রস্তাব পেশ করেছে নিম্নকক্ষ লোকসভায়। গতকাল বুধবার সকালে কংগ্রেস পার্টির এমপি গৌরব গগৈ এ প্রস্তাব আনেন। পৃথক আরেকটি অনাস্থা প্রস্তাব এনেছেন তেলেঙ্গানা রাজ্যের ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সংসদ সদস্য নাগেশ্বরা রাও। খবর বিডিনিউজের।

নিয়ম অনুযায়ী, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া এবং গৃহীত হতে লোকসভার অন্তত ৫০ সদস্যের সমর্থন দরকার হয়। প্রস্তাব একবার গৃহীত হয়ে গেলে তখন স্পিকার ১০ দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করেন। সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে ইস্তফা দিতে হয়।

বিবিসি জানায়, বুধবার জমা পড়া দুটো প্রস্তাবের মধ্যে কংগ্রেস এমপি’র দেওয়া প্রথম প্রস্তাবটি গৃহীত হয়েছে। স্পিকার ওম বিড়লা বলেছেন, তিনি সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রস্তাবটি নিয়ে আলোচনা এবং ভোটের তারিখ ঘোষণা করবেন।

বিরোধীরা মনিপুর পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি করে আসছে। মোদীকে পার্লামেন্টে জবাবদিহিতে বাধ্য করতেই বিরোধীরা লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে। তবে অনাস্থা ভোটের পরীক্ষায় পাশ করতে মোদীর কোনও সমস্যা হবে না। কারণ, পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট দল এনডিএ–এর। ‘হার’ হবে জেনেও এই প্রস্তাব পেশের বিষয়ে বিরোধীরা বলছে, এ পদক্ষেপের ফলে মোদী অন্তত মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য হবেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031