মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেছেন, ‘এক সময় বলেছি ফারাক্কার বাঁধ আমাদের জন্য মরণ ফাঁদ। কিন্তু এখন তা ভারতের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘ভারতের অনেকে একে মরণ ফাঁদ বলছেন। পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে।’ মন্ত্রী রোববার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
দুর্যোগ মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার জন্য নভেম্বর মাস পর্যন্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। ফারাক্কা বাঁধের পানি কোন ধরনের সমস্যা হবে না। তারপরও বর্ষা শেষে পানি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়।’
সরকার ১৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অথচ চাঁদপুরে সাম্প্রতিক সময়ে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে বলে মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিদ্যুতের কোন সমস্যা থাকার কথা নয়। যদি টেকনিক্যাল কোন সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা লিখিতভাবে জানালে সমাধানের চেষ্টা করা হবে।’
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
সভায় আগামী ঈদুল আযহায় কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণ ও চাঁদপুরের নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।