বাজেট ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের ২০২৩–২৪ অর্থবছরের জন্য ৩৫৪ কোটি ৩১ লক্ষ ৪৫ হাজার ৮৮৯ দশমিক ৪৭ টাকার । বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।

চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, গত বছরের নভেম্বরে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে দিন–রাত পরিশ্রম করছি। অত্যন্ত সীমিত জনবল নিয়ে কাজ করলেও জেলা পরিষদের আয় বাড়ানোর নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অবৈধ দখলে থাকা সম্পদ উদ্ধারের জন্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রতিনিধি নিয়ে কমিটি করে দিয়েছি, কমিটি কাজ করছে। এ সব নানামুখী পদক্ষেপ গ্রহণ করার কারণেই বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বাজেট গ্রহণ করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় তিনি পদাধিকারবলে জেলা রেডক্রিসেন্টেরও দায়িত্বে আছেন। বিগত বছরগুলোতে জেলা রেডক্রিসেন্ট পরিচালিত প্রতিষ্ঠান ও কর্মসূচিগুলোতে যে ব্যাপক লুটপাট হয়েছে তা দেখে তিনি হতবাক হয়েছেন। এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে জনকল্যাণমুখী করতে অনেক সময় ও শ্রম দিতে হচ্ছে। তিনি আরও বলেন, চটগ্রাম জেলা পরিষদের নির্মাণাধীন ১৮ তলা বিশিষ্ট ভবনে চট্টগ্রাম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য ১টি তলায় ‘চট্টগ্রামের ঐতিহ্য কর্নার’ স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ করার জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে আহ্বায়ক করে বরেণ্য, গুণী ও বিদগ্ধজনদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির সভা হয়েছে এবং বিভিন্ন উপকমিটির মাধ্যমে কাজ শুরু করেছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদস্যগণ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসারগণ, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তাগণ। উপস্থিত সকলেই নানমুখী উদ্যোগের মাধ্যমে জেলা পরিষদের কর্মকাণ্ড বেগবান করার জন্য এবং ঐতিহ্য কর্নার স্থাপনের কার্যক্রম গ্রহণ করায় জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়। তাছাড়া রেডক্রিসেন্টের বিগত দিনের কর্মকাণ্ড পরিবীক্ষণ করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। বিস্তারিত আলোচনা শেষে সভায় ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

উল্লেখ্য, সভার শুরুতে চট্টগ্রাম–১০ আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীনসহ বিগত ২/১ মাসে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ের যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল। সভায় জাতীয় মৎস্য পদক ২০২৩ ভূষিত হওয়ায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031