শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘জঙ্গি’ সন্তানদের লাশই বাবা-মা নিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন, ওই সন্তানরা আবার কীভাবে হুর-পরী পাবে বলে প্রশ্ন রাখেন ।

তিনি বলেছেন, ‘সন্তানের জন্য মা-বাবার ভালোবাসা থেকে আর কিছুই বড় হতে পারে না। সেই বাবা-মা জঙ্গি হওয়ার কারণে তাদের লাশ নিচ্ছেন না। আল্লাহ তাদের বেহেশতে হুর-পরী দেবেন- এতো সহজ নাকি? যাদের লাশ বাবা-মাই নিতে চান না, তারা হুর-পরী পাবে কীভাবে? এইসব বিভ্রান্তির বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।’

রবিবার দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে জঙ্গিবাদ প্রশ্রয় না পায়।’

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘কেবল জ্ঞান অর্জন করলে হবে না- ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কখনো লোভে পড়বে না। মানুষ মেরে কোনোদিন বেহেস্তে যাওয়া যায় না। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে, বেহেস্তে নয়।’

কারো সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়লে ‘সর্বনাশ হয়ে যাবে’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তখন হায়-হুতাশ করা ছাড়া উপায় থাকবে না। এজন্য বাবা-মাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

শিক্ষামন্ত্রী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031