বিবদমান দুই গ্রুপের কোন্দল নিরসন করা হয়েছে দীর্ঘ সাত বছর পর ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের । আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির মধ্যস্থতায় নগরীর সার্সন রোডস্থ চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে একটানা সাড়ে ৩ঘন্টা বৈঠকে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর ৭ বছরের কোন্দল নিরসন হয়।

গতকাল সোমবার সকাল ১১টায় সার্সন রোডস্থ চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা শুরু হয়। সভার শুরুতেই দুইজনকে (উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী) নিজেদের মধ্যে সমঝোতার জন্য সময় দেয়া হয় এবং তাদেরকে সমঝোতার জন্য কঠোরভাবে বাধ্য করা হয়। এই বৈঠক চলে সাড়ে ৩ ঘন্টা (বেলা আড়াইটা পর্যন্ত) পর্যন্ত চলে

রুদ্ধদ্বার এই বৈঠকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

মূলত ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীকে নিজেদের মধ্যে বিরোধ নিরসনের জন্য একদিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাসভবনে ডেকে সেখানে নির্দেশনা দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এম এ সালাম, শেখ আতাউর রহমান এবং এটিএম পেয়ারুল ইসলাম। তার একদিন পর গতকাল সোমবার সকাল ১১টায় সার্সন রোডে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় সমঝোতা করে দেয়া হয়।

এই ব্যাপারে উত্তর জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের স্বার্থে তাদের দুইজনকে মোশাররফ ভাই (আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) নিজেদের ভুল বুঝাবুঝির নিরসন করে এক সাথে কাজ করার জন্য বলেছেন। আমরাও বলেছি। তারা নিজেরাও বুঝতে পেয়েছেন এই মুহূর্তে দলের স্বার্থে তাদের একসাথে কাজ করা উচিত। অনৈক্য থাকলে দলের ক্ষতি। তাই আজকের (গতকালের) মিটিংয়ে মোশাররফ ভাই তাদেরকে একসাথে মিলিয়ে দিয়েছেন। এখন থেকে তারা ফটিকছড়ির রাজনীতির স্বার্থে একসাথে কাজ করবেন। সামনে জাতীয় নির্বাচন। বিএনপি–জামায়াত যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে আমাদেরকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৈঠকে অংশ নেয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েজনের সাথে কথা হলে তারা জানান দুই পক্ষের উপস্থিতিতে সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক পযার্য়ে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের নেতৃত্ব দেয়া আবু তৈয়ব ও নাজিম মুহুরীকে অতীতের বিরোধ ভুলে এক সাথে কাজ করার আহ্বান জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। পরে দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। তখন উপস্থিত নেতাকর্মীরা হাততালির মাধ্যমে তাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে একসাথে পথচলার অঙ্গীকারে স্বাগত জানান।

বৈঠকে ফটিকছড়ি থেকে বিদ্রোহী যেসব ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দেনআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031