একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার সময় ভয়াবহ এক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও একজন পথচারী নিহত হয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লায় । এই ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। তাদের গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।আর ফায়ার সার্ভিসের গাড়িচালক স্টোক করার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে চাপা দিলে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে আগুন নেভাতে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
নিহত ফায়ার সার্ভিসের ড্রাইভারের নাম জাহাঙ্গীর আলম (৫০)। তিনি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ড্রাইভার ছিলেন। অপরদিকে নিহত পথচারীর নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, ‘নিহত জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চালক। সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ফকির অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জাহাঙ্গীর সেখানে যাচ্ছিল। তখন গাড়ি চলন্ত অবস্থায় জাহাঙ্গীর স্টোক করে। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে সান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ করে অসুস্থ বা স্ট্রোক করে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটো রিকশাকে চাপা দেয়। এতে আনন্দ গাড়ির নিচে চাপা পড়ে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের উপপরিচালক আকতারুজ্জামান জানান, তাদের গাড়ি চালক জাহাঙ্গীর মারা গেছেন।