নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সবুজ সরকার নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাজীপুরের শ্রীপুরে । রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এরআগে,শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার লোহাগাছ শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিক সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কায় আহত হন সবুজ।
নিহত সবুজ সরকার (৩০) শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের মৃত আঃ শহিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার রাতে মোটরসাইকেলে লোহাগাছ থেকে নিজ বাড়ি শ্রীপুরে যাচ্ছিলেন সবুজ সরকার। পথিমধ্যে শাহজাহান মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান সবুজ। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপের দিকে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান সবুজ সরকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।