মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিব অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে । তিনি বলেছেন, অসংখ্য মামলা প্রস্তুত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকে থাকতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়ীতে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আমাদের নেতাকর্মীদের আরও সুশৃঙ্খল হতে হবে, নইলে আওয়ামী লীগের হামলায় এখন যেমন ঘর থেকে কেউ বের হতে পারেন না, তেমনি সামনেও পারবেন না। বাংলাদেশের মানুষ কারাগারের মধ্যে রয়েছে। বিএনপি’র শতাধিক নেতাকর্মীকে গুম ও হাজারো নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হাজার হাজার মামলা। এখন স্বাধীনতা ও গণতন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে এ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের আরও সুশৃঙ্খল হতে হবে। বিএনপি’র নেতা-কর্মীদেরই ঐক্যবদ্ধ হয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার জোর করে ক্ষমতায় বসে রয়েছে। কিন্তু জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের হৃদয় জয় করতে হবে। তাই একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, নদীর মাছসহ ফসলের ক্ষতিসাধন হবে। পরিবেশবিদ, চিন্তাবিদ, দেশীয় ও আন্তর্জাতিক গবেষকেরা পর্যন্ত এ বিদ্যুৎ প্রকল্পের জায়গার বিরুদ্ধে মত দিয়েছেন। এরপরও সরকার গায়ের জোরে সেটি করছে। দেশের স্বার্থ রক্ষায় সরকার জনগণের দাবির প্রতি কর্ণপাত করছে না। কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক মন্ত্রী ও জাপার একাংশের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, ন্যাপের মো. ফরহাদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রাজনৈতিক সচিব মো. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা দক্ষিণ জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি নেতা হিরণ মোল্লা ও ওহিদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম পৌঁছেন বিএনপি মহাসচিব।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |