স্বাস্থ্য অধিদপ্তর দেশে গত ২৪ ঘণ্টায় এক ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর দিয়েছে । এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন। তাতে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৫ জনে। আর এ বছরের শুরু থেকে ধরলে মোট রোগীর সংখ্যা হয়েছে ২৮ হাজার ৪৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন একজনসহ চলতি বছর ডেঙ্গু মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ১৫৬ জনে, যাদের মধ্যে ১০৯ জনের মৃত্যু হয়েছে চলতি মাসের ২০ দিনে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরেই বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকায় ৪০৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৯৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ৭৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫১৬ জন। খবর বিডিনিউজের।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাইয়ের প্রথম ২০ দিনেই সেই সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। গত মাসে ৩৪ জনের মৃত্যু হলেও চলতি মাসের তিন সপ্তাহে প্রাণ গেছে ১০৯ জনের। মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031